নিউজনেস্ট

চেলসি ১-১ আর্সেনাল: স্ট্যামফোর্ড ব্রিজে গানারদের জয়হীন যাত্রা অব্যাহত

চেলসি ১-১ আর্সেনাল: স্ট্যামফোর্ড ব্রিজে গানারদের জয়হীন যাত্রা অব্যাহত
আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড। ছবি: সংগৃহীত

স্ট্যামফোর্ড ব্রিজে গতকাল চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। লিভারপুলের সঙ্গে পয়েন্টের পার্থক্য কমানোর আরও একটা সুযোগ হাতছাড়া করলো তারা। আর্তেতার দল আর্সেনাল তাদের গত তিন ম্যাচের দুটোতেই হেরেছিল। স্বাভাবিকভাবেই এই ম্যাচে জয়ের জন্যই মাঠে নেমেছিল তারা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা পয়েন্টটা হারালো। বর্তমানে লিভারপুলের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে আর্সেনাল। একটি জয় তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।

ম্যাচের প্রথমার্ধে আর্সেনালের একটি গোল বাতিল হয়ে যায়। গানার ফরোয়ার্ড হাভার্টজ রাইসের কুইক থ্রো-পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোলটা করেছিলেন। তবে অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়। দ্বিতীয়ার্ধে অবশ্য আবারও আর্সেনাল এগিয়ে যায়। ব্রাজিলিয়ান উইঙ্গার মার্টিনেলি ওডেগার্ডের অসাধারণ পাস থেকে গোল করেন। ম্যাচের ৬০ মিনিটে কলউইলের ভুলের কারণে সুযোগ পেয়ে যান মার্টিনেলি। তারপর ওডেগার্ডের পাসে সাইডফুট করে চেলসির গোলকিপার রবার্ট সাঞ্চেজকে পরাস্ত করেন তিনি।

তবে আর্সেনালের খুশি বেশিক্ষণ টেকেনি। মাত্র ১০ মিনিটের মাথায় চেলসির নেটো ডানদিক থেকে আক্রমণে ওঠেন। এবং দুর্দান্ত একটি গোল করেন। এটা ছিল নেটোর প্রথম প্রিমিয়ার লিগ গোল। ম্যাচের শেষ মুহূর্তে আর্সেনালের পক্ষে ট্রসার্ড একটি দুর্দান্ত সুযোগ পেয়েছিলেন। উইলিয়াম সালিবার সুন্দর একটা পাসের পরেও তিনি গোল করতে ব্যর্থ হন। এমন সুন্দর একটা সুযোগ পেয়েও তিনি তা হাতছাড়া করেন। যার ফলে আর্সেনাল জয়হীনই রয়ে যায়।

আর্সেনাল এখন ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ অবস্থানে রয়েছে। চেলসি সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে তারা এখন ৯ পয়েন্ট পিছিয়ে।

বোর্নমাউথ ও নিউক্যাসলের বিপক্ষে পরাজয় পাশাপাশি লিভারপুলের বিপক্ষে ২-২ ড্র করার পর আর্সেনাল এই মৌসুমে এখন পর্যন্ত চারটি ম্যাচে জয়হীন রয়েছে। গানারদের এই অবস্থা নিয়ে ভক্তদের সংশয় ক্রমাগত বেড়েই চলেছে। আগামী ম্যাচগুলোতে তাদের দারুণ একটা প্রত্যাবর্তনের আশায় আছে ভক্তরা।

+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত