দেশে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন করে মোস্তফা সরোয়ার ফারুকী এবং শেখ বশীরুদ্দীনকে উপদেষ্টা নিয়োগ দেয়া নিয়ে আলোচনা তৈরী হয়েছে। সম্প্রতি এ নিয়ে এক ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
আজ ১১ই নভেম্বর সোমবার এক ফেসবুকে নিজ ভ্যারিফাইড আইডিতে লিখেন, ‘শুধু ১টা বিভাগ থেকে ১৩জন উপদেষ্টা। অথচ উত্তরবঙ্গের রংপুর,রাজশাহী বিভাগের ১৬টা জেলা থেকে কোন উপদেষ্টা নাই! তার উপর খুনী হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে!
এদিকে আলোচিত নতুন নিয়োগপ্রাপ্ত দুই উপদেষ্টা বিরুদ্ধে সোচ্চার হচ্ছে দেশের ছাত্র-জনতা। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে অনেকেই নিজ আইডির প্রোফাইল লাল করে ফেলেছেন।
উল্লেখ্য, প্রোফাইল লাল করা সাম্প্রতিক ফ্যাসিস্ট বিরোধী জুলাই আন্দোলনের অন্যতম একটি কর্মসূচি ছিল।
ডেস্ক রিপোর্ট
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link