নিউজনেস্ট

নেতানিয়াহুর অফিসের বিরুদ্ধে ৪ গুরুতর অভিযোগ

নেতানিয়াহুর অফিসের বিরুদ্ধে ৪ গুরুতর অভিযোগ
নেতানিয়াহুর অফিসের বিরুদ্ধে ৪ গুরুতর অভিযোগ। ছবি: গালফ পোস্ট

সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে চারটি গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগগুলো দেশটির রাজনৈতিক ও সামরিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তুলেছে এবং সরকারের ভেতরে সংকটের ইঙ্গিত দিচ্ছে। প্রধানত নিরাপত্তা সংক্রান্ত তথ্য ফাঁস, যুদ্ধ সংক্রান্ত নথিতে কারসাজি, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের ব্ল্যাকমেইল এবং প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্টের প্রতি অবমাননামূলক আচরণ নিয়ে।

নিরাপত্তা সংক্রান্ত তথ্য ফাঁস

প্রথম অভিযোগটি সেনাবাহিনীর আর্কাইভ থেকে গোপনীয় গোয়েন্দা তথ্য চুরি করে গণমাধ্যমে ফাঁস করার বিষয়ে। অভিযোগের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু  নেতানিয়াহুর মুখপাত্র গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য গণমাধ্যমে ফাঁস করেন, যা দেশটির নিরাপত্তা ব্যবস্থার জন্য এক বিরাট হুমকি সৃষ্টি করে।

যুদ্ধ সংক্রান্ত নথিতে কারসাজি

দ্বিতীয় অভিযোগটি নেতানিয়াহুর অফিসের যুদ্ধকালীন বৈঠকের গোপন নথি নিয়ে কারসাজি করার বিষয়ে। বলা হচ্ছে, ৭ই অক্টোবরের হামলার তদন্তে প্রভাব বিস্তার করার উদ্দেশ্যে যুদ্ধের পরিকল্পনা টেবিলের কিছু নথি ইচ্ছাকৃতভাবে মুছে ফেলা হয়। এতে এই ঘটনা দেশটির রাজনৈতিক অঙ্গনে  গুরুত্বপূর্ণ একটি ইস্যু হিসেবে আবির্ভূত হয়েছে।

উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের ব্ল্যাকমেইল

তৃতীয় অভিযোগটি একটি উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে ব্ল্যাকমেইলের মাধ্যমে তার কাজের তথ্য আদায় করার বিষয়ে। এ ব্যপারে নেতানিয়াহুর অফিসের বিরুদ্ধে ভুক্তভোগী সামরিক কর্মকর্তার ব্যক্তিগত এবং আপত্তিকর ছবি সংগ্রহ করে সেই ছবি ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে।

সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্টকে অপমান

চতুর্থ অভিযোগটি সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্টের সঙ্গে নেতানিয়াহুর অফিসের নিরাপত্তা রক্ষীদের দুর্ব্যবহার নিয়ে। অভিযোগ অনুযায়ী, গত ১২ই অক্টোবর গ্যালান্ট নেতানিয়াহুর অফিসে একটি জরুরি বৈঠকে যোগ দিতে গেলে নেতানিয়াহুর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা তার ওপর শারীরিকভাবে আক্রমণ করে এবং জোর করে তাকে প্রবেশে বাধা দেয়। এই ঘটনাটি দেশটির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

ইসরায়েলি কর্মকর্তাদের প্রতিক্রিয়া

এদিকে দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারা এই ঘটনাগুলোর প্রেক্ষিতে নেতানিয়াহুর অফিসকে ‘একটি অপরাধী সংগঠন’ বলে অভিহিত করেছেন। নেতানিয়াহুর অফিসের এসব কর্মকাণ্ড ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে গভীর অনিশ্চয়তা এবং বিতর্ক সৃষ্টি করেছে।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত