যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে ভারতের বিভিন্ন শহরে নতুন করে ছয়টি টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৫ সালের মধ্যে ট্রাম্প অর্গানাইজেশন ও ভারতের ত্রিবেকা ডেভেলপার্সের যৌথ উদ্যোগে মুম্বাই, পুনে, গুরুগাঁও, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এবং নয়ডায় এই বহুতল ভবনগুলো নির্মিত হবে।
এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে আবাসিক প্রকল্পের অধীন মুম্বাই, পুনে, গুরুগাঁও এবং কলকাতায় চারটি ট্রাম্প টাওয়ার নির্মাণ করা হয়েছিল।
এদিকে ভারতে ট্রাম্প ব্র্যান্ডের জনপ্রিয়তা প্রসঙ্গে ট্রাম্প ব্র্যান্ডের অংশীদার কোম্পানি ত্রিবেকার প্রতিষ্ঠাতা কল্পেশ মেহতা জানান, ‘বিশ্বের সবচেয়ে দামী ও বিলাসবহুল ব্র্যান্ডের একটি ট্রাম্প। আমাদের আগের প্রকল্পগুলোতে ভবনগুলোর মান সর্বোচ্চ ছিল,নতুন ভবনগুলোতেও সেই গুণ বজায় থাকবে।’
সূত্র: আরটি
আন্তর্জাতিক ডেস্ক
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link