নিউজনেস্ট

পেট্রোবাংলার ৩৬ হাজার কোটি টাকা বকেয়া আদায়ে এনবিআরের চিঠি

পেট্রোবাংলার ৩৬ হাজার কোটি টাকা বকেয়া আদায়ে এনবিআরের চিঠি
জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাশে। ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকার বকেয়া রাজস্ব আদায়ের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে।

এদিকে গত ১০ই নভেম্বর অর্থবিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারকে পাঠানো এক চিঠিতে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান উল্লেখ করেন, উল্লেখিত অংকের বকেয়া পরিশোধে পেট্রোবাংলাকে বিনা সুদে ঋণ দেওয়ার প্রস্তাব রয়েছে। ২০২৩-২৪ থেকে ২০২৫-২৬ অর্থবছরের মধ্যে পর্যায়ক্রমে মোট ১৩ হাজার ২৭৮ কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, এর মধ্যে প্রথম কিস্তি ৫ হাজার কোটি টাকা ইতোমধ্যে বরাদ্দ করা হয়েছে।

এনবিআরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দেশের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বকেয়া রাজস্ব আদায়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী অর্থবছরে স্থানীয় পর্যায়ে ভ্যাট সংগ্রহে ১ লাখ ৭৭ হাজার ৬০০ কোটি টাকা লক্ষ্য নির্ধারণ করেছে এনবিআর।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত