নিউজনেস্ট

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা
সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা বিস্তৃত ধোঁয়ার কুন্ডলি। ছবি: বিবিসি

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিবে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর ওপর বিমান হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী। সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছ বলে জানিয়েছে মার্কিন বিমান বাহিনী। সোমবার রাতে পরিচালিত এই হামলায় ৯টি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়।

মার্কিন বাহিনীর দাবী, এসব স্থাপনা ইরানের প্রভাবাধীন জঙ্গি গোষ্ঠীগুলোর সশস্ত্র কার্যক্রমকে পরিচালিত ও পরিকল্পিত করতে সহায়তা করছিল। এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরাক ও সিরিয়ায় ইরান সংশ্লিষ্ট মিলিশিয়াদের বিরুদ্ধে বড় আকারের হামলা চালানো হয়েছিল।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেট আইএসসহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।বর্তমানে সিরিয়া ও ইরাকে প্রায় ৩,৪০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত