চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ ও দৈনিক কালবেলার সম্পাদক বিতর্কিত সাংবাদিক সন্তোষ শর্মাসহ ১১৮জন সাংবাদিকের প্রেস এ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এর বাইরে প্রেস এ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে সৈয়দ ইশতিয়াক রেজা, উদিসা ইসলাম, উম্মুল ওয়ারা সুইটি, নাসিমা খান মন্টিসহ আরও অনেক আলোচিত সাংবাদিকেরও।
প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীরের স্বাক্ষরে গত ৭ই নভেম্বর এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। এর আগে ২৯শে অক্টোবর ও ৩রা নভেম্বর আরও ৪৯ জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করা হয়েছিল।
উল্লেখ্য, গত জুলাইয়ের গণঅভ্যুত্থানের পূর্বে ফ্যাসিস্ট হাসিনার আমলে আলেমদের জেলে নিয়ে অমানবিক নির্যাতন ও তাদের উপর মিথ্যা জঙ্গি ট্যাগ লাগানোর অভিযোগ রয়েছে দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মার ওপর। ইতিপূর্বে, সাংবাদিক ইলিয়াসের তত্ত্বাবধানে আয়োজিত ভুক্তভোগী আলেমদের একটি ভিডিও সাক্ষাতকারে সে বিষয়টি স্পষ্ট হয়।
ডেস্ক রিপোর্ট
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link