তারিখ প্রদর্শন
লোগো

আখতার হোসেনকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করার দাবিতে রংপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। সোমবার বিকেলে রংপুর প্রেসক্লাবের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অর্ধশতাধিক শিক্ষার্থী এই কর্মসূচি পালন করেন। তারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার উত্তরবঙ্গের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে এবং এই অঞ্চলের প্রতিনিধি হিসেবে আখতার হোসেনকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজকল্যাণ সম্পাদক এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেনকে উপদেষ্টা হিসেবে নিয়োগের দাবি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা সড়কে বসে বিক্ষোভ করে। বিক্ষোভে শিক্ষার্থীরা ব্যানার নিয়ে বিভিন্ন স্লোগান দেন। তাদের দাবি, চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত ১৩ জন উপদেষ্টার বিপরীতে উত্তরাঞ্চলের প্রতিনিধি শূন্য রাখা হয়েছে, যা এই অঞ্চলের প্রতি একটি সুস্পষ্ট বৈষম্যের উদাহরণ।

বিক্ষোভে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির জেলা সমন্বয়ক আলমগীর নয়ন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা বলেন, ‘উত্তরবঙ্গের কণ্ঠস্বর আখতার হোসেনকে উপদেষ্টা পরিষদে স্থান দেওয়া হোক। এটি না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।’

এ সময় বিক্ষোভকারীরা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিভিন্ন বৈষম্যবিরোধী স্লোগান দেন। সেই সাথে আগামীকাল বুধবারের মধ্যে আখতার হোসেনকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করার দাবি জানান। দাবি পূরণ না হলে পরবর্তী কর্মসূচি আরও কঠোর হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *