দেশে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। পাঁচ দিনের ব্যবধানে দ্বিতীয় বার দাম কমিয়ে ২২ ক্যারেটের সোনার ভরির দাম করা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ১৮৯ টাকা, পূর্বে যা ছিল ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা। আগামি বুধবার ১৩ই নভেম্বর থেকে নতুন এই দাম কার্যকর হবে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে কাঁচা সোনার দাম কমায় এই পরিবর্তন আনা হয়েছে। বুধবার থেকে ২১ ক্যারেটের সোনা প্রতি ভরি ১ লাখ ২৯ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ১১ হাজার ৪২৬ টাকা এবং সনাতনি সোনার ভরি ৯১ হাজার ৪১১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে রুপার দামেও এসেছে পরিবর্তন। ২২ ক্যারেটের রুপা ভরি প্রতি ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের রুপা ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের ২১১১ টাকা এবং সনাতনি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।