তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানিয়েছেন, বাংলাদেশকে নিয়ে সোশ্যাল মিডিয়া ও আন্তর্জাতিক গণমাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানো হচ্ছে। এই অপপ্রচার শুধু সরকারের বিরুদ্ধে নয়, বরং দেশের সার্বভৌমত্ব ও ভাবমূর্তির ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে দৈনিক পত্রিকাগুলোর সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, বাংলাদেশের প্রতিবেশী দেশের কিছু গণমাধ্যমেও এই ধরনের অপপ্রচার চলছে। তিনি বলেন, ‘এই অপপ্রচারের মোকাবিলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং প্রকৃত সত্য প্রচার করতে হবে। এজন্য সরকার ও গণমাধ্যমকর্মীদের যৌথভাবে কাজ করতে হবে।’
তথ্য উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশের গণমাধ্যমের ওপর কোন ধরনের সরকারি চাপ নেই এবং সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারেন। এই স্বাধীনতা কাজে লাগিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গণমাধ্যমকে আরো সাহসী হতে হবে বলে তিনি মন্তব্য করেন।
গুজব ও অপতথ্য প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে নাহিদ ইসলাম বলেন, ‘সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছানো না গেলে গুজব ও অপপ্রচারের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি হয়। তাই গণমাধ্যমকেই অগ্রণী ভূমিকা নিতেই হবে।’
তিনি আরও জানান, সমাজে গুজব ছড়ানোর প্রবণতা প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।