আজ বুধবার ১৩ই নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের কারণেই তার পিতা শেখ মুজিবের ছবি সরানো হয়েছে। শেখ মুজিবের মেয়ে যে শাসন ফ্যসিবাদী বাবার নামে ও তার একাত্তর-পরবর্তী চেতনার কথা বলে করেছেন, যে শাসনে তিনি মুজিবকে দেবতুল্য করেছিলেন, জুলাই অভ্যুত্থানের পর তা আর টেকেনি। বাংলাদেশের মানুষ একসঙ্গে তাদের দুজনের ছবি, ম্যুরাল ও ভাস্কর্য নামিয়ে ফেলেছেন।
উল্লেখ্য, উপদেষ্টা মাহফুজ আলমের পুরো ফেসবুক পোস্টটি ছিল নিম্নরূপ:
‘পতিত শেখরা! শেখ মুজিব ও তার কন্যা ‘আরেক শেখ’ তাদের ফ্যাসিবাদী শাসনের জন্য জনগণের তীব্র রাগ-ক্ষোভের মুখে পড়েছেন। তাদের মধ্যে একমাত্র পার্থক্য, শেখ মুজিব একসময় পূর্ব বাংলার গণমানুষের জনপ্রিয় নেতা ছিলেন, সেই জনপ্রিয়তা হাসিনার ছিল না। জনগণ পাকিস্তানি নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে শেখ মুজিবের নেতৃত্ব অনুসরণ করেছিলেন; কিন্তু একাত্তরের পর তিনি নিজেই একজন জালিম হয়ে ওঠেন। মুজিববাদের প্রতি তার সমর্থন ও পৃষ্ঠপোষকতায় একাত্তরের পর পঙ্গু ও বিভক্ত হয়ে পড়েছিল বাংলাদেশ। নিজের ফ্যাসিবাদী ভূমিকার কারণে ১৯৭৫-এ তার মৃত্যুতে মানুষ শোক-অনুতাপ প্রকাশ করেনি।’
ডেস্ক রিপোর্ট
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link