নিউজনেস্ট

এক মাসেই ১০০ ইসরায়েলি সেনাকে হত্যা করল হিজবুল্লাহ  

এক মাসেই ১০০ ইসরায়েলি সেনাকে হত্যা করল হিজবুল্লাহ
ইসরায়েলের মাটিতে হিজবুল্লাহর সফল রকেট হামলার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

লেবাননে চলছে দখলদার ইসরায়েলি বাহিনীর সাথে চলছে হিজবুল্লাহর তুমুল লড়াই। গতকাল মঙ্গলবার ১২ই নভেম্বর রাতে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, ১লা অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে চলমান সংঘর্ষে তারা প্রায় ১০০ জন ইসরায়েলি সেনাকে হত্যার পাশাপাশি এক হাজারেরও বেশি সেনাকে আহত করতে সক্ষম হয়েছে।

হিজবুল্লাহ বিবৃতিতে আরও জানায়, তাদের যোদ্ধারা এক মাসের সংঘর্ষে তারা ইসরায়েলের ৪৩টি মারকাভা ট্যাংক, ৮টি সামরিক বুলডোজার, ২টি হ্যামার সাঁজোয়া যান, ২টি সাঁজোয়া যান এবং ২টি ট্রুপ ক্যারিয়ার ধ্বংস করেছে। এছাড়া ৪টি হারমেজ-৪৫০ এবং ২টি হারমেজ-৯০০ মডেলের ড্রোন ভূপাতিত করেছে।

হিজবুল্লাহ আরও জানায়, এসব সংঘর্ষে ইসরায়েলি সেনা ঘাঁটি, বিভিন্ন স্থাপনা এবং দখলকৃত শহরগুলোর ক্ষয়ক্ষতির তথ্য বাদ দেওয়া হয়েছে। হিজবুল্লাহর দাবী ইসরায়েলি বাহিনী নিজেদের ক্ষয়ক্ষতির তথ্য গোপন করছে। উল্লেখ্য, হিজবুল্লাহর বিপরীতে ইসরায়েলি সেনাবাহিনী এখন পর্যন্ত কিছুই বলেনি।

এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, লেবাননে ইসরায়েলি সেনাবাহিনী দ্বিতীয় ধাপের অভিযান শুরু করেছে। ইসরায়েলের ব্রডকাস্টিং অথরিটি এবং ইসরায়েলের প্রসিদ্ধ দৈনিক পত্রিকা মাআরিভ জানায়, ৩৬ নম্বর ব্রিগেড হিজবুল্লাহর দ্বিতীয় প্রতিরক্ষা লাইন লক্ষ্য করে নতুন কৌশল নিয়ে অগ্রসর হচ্ছে। এ ধাপের মূল লক্ষ্য হিজবুল্লাহর রকেট সক্ষমতা ধ্বংস করা এবং রাজনৈতিক সমঝোতায় হিজবুল্লাহর ওপর চাপ বাড়ানো।

অন্যদিকে ইসরায়েলি স্থল অভিযানের দ্বিতীয় ধাপ শুরুর প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ জানিয়েছে, এই সিদ্ধান্ত ইসরায়েলের জন্য ব্যর্থতা ডেকে আনবে এবং তাদের আরও ক্ষতির মুখে ফেলবে। কারণ, হিজবুল্লাহ দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। আর হিজবুল্লাহ লেবাননের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা শত্রুকে প্রতিহত করতে বদ্ধপরিকর। একই সাথে হিজবুল্লাহর বক্তব্যে আরও জানানো হয়, তাদের প্রবল আক্রমণে ইতোমধ্যে অধিকাংশ লেবাননি এলাকা থেকে ইসরায়েলি সেনাবাহিনী পিছু হটেছে।

উল্লেখ্য, লেবাননে ২৩শে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত বহুসংখ্যক নারী ও শিশুসহ ৩,২৮৭ জন নিহত এবং ১৪,২২২ জন আহত হয়েছে। এছাড়া নিজ ঘর থেকে বাস্তচ্যুত হয়ে প্রায় ১৪ লাখ মানুষ অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত