টেকনাফের নাফ নদী থেকে আবারও ছয় বাংলাদেশি মাঝিকে ট্রলারসহ অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।
টেকনাফ-সেন্টমার্টিন নৌরুট ট্রলার মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ জানান, সোমবার বিকেলে ইট, বালি ও সিমেন্ট বোঝাই দুটি ট্রলার নিয়ে ছয়জন মাঝি সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু নাফ নদীর জোয়ার-ভাটার কারণে ট্রলার দুটি শাহপরীর দ্বীপে অবস্থান নিতে বাধ্য হয়। পরে মঙ্গলবার পুনরায় সেন্টমার্টিনের পথে রওনা করলেও বুধবার পর্যন্ত ট্রলার দুটি সেন্ট মার্টিন পৌঁছায়নি। রশিদ আরও জানান, তাদের ধারণা, আরাকান আর্মি মাঝি ও ট্রলারগুলোকে ধরে নিয়ে গেছে।
এদিকে প্রশাসনকে এ বিষয়ে জানানো হলেও বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক মো. মহিউদ্দীন আহমেদ জানান, এই ঘটনায় তাদের কাছে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য বা অভিযোগ পৌঁছায়নি।
ডেস্ক রিপোর্ট
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link