পাকিস্তানের বাঁ-হাতি স্পিনার নোমান আলি অক্টোবর ২০২৪-এর জন্য ‘আইসিসি মেন্স প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কার জিতে নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা এবং নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনারকে পিছনে ফেলে তিনি এই পুরষ্কারটি জেতেন।
অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজে ২-১ ব্যবধানে জয়লাভ করে পাকিস্তান। সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নোমান। পুরো সিরিজে মাত্র দুটি টেস্ট খেলে নোমান ১৩.৮৫ গড়ে ২০ উইকেট তুলে নেন। এই অসাধারণ পারফরম্যান্সের ফলে তিনি ২০২৩ সালের আগস্টে বাবর আজমের পর প্রথমবার পাকিস্তানের কোনো পুরুষ খেলোয়াড় হিসেবে মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন।
নোমান তার দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি আইসিসির মাসসেরা খেলোয়াড় হতে পেরে আনন্দিত এবং আমার সকল সতীর্থের প্রতি কৃতজ্ঞ, যারা আমাকে সেরা পারফরম্যান্স করতে সহায়তা করেছে। দেশের জন্য এই ধরনের স্মরণীয় জয়ের অংশ হতে পারা সত্যিই বিশেষ কিছু।”
অক্টোবরে দুই টেস্টে অংশগ্রহণ করে নোমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের ২৯৭ রানের টার্গেট তাড়া করতে গিয়ে তাদের আট উইকেটে ৪৬ রানে অলআউট করে পাকিস্তানকে জয় এনে দেন। এটাই ছিল তার সেরা বোলিং পারফরম্যান্স। শেষ টেস্টে ১৭৭/৭ অবস্থায় নাম্বার ৯ ব্যাটার হিসেবে ৪৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে পাকিস্তানকে ৭৭ রানের লিড এনে দেন তিনি। পাকিস্তান সেই ম্যাচটিও ৯ উইকেটে জিতে সিরিজ নিশ্চিত করে।
এই সিরিজ জয়ে নোমান আলির অসাধারণ পারফরম্যান্সের ফলে পাকিস্তান দীর্ঘ তিন বছর পর নিজেদের মাটিতে টেস্ট সিরিজ জিতল, যা পাকিস্তান ক্রিকেটের জন্য ঐতিহাসিক মুহূর্ত।
সূত্র: আইসিসি