সংস্কৃতি মন্ত্রণালয়ের নবনিযুক্ত উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী জানিয়েছেন, অচিরেই দেশজুড়ে সংস্কৃতির ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। তিনি ইঙ্গিত দেন, আগামী দু-এক দিনের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আসতে পারে। আজ বুধবার ১৩ই নভেম্বর সচিবালয়ে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ফারুকী।
ফারুকী বলেন, ‘বাইরে থেকে সংস্কৃতি মন্ত্রণালয়কে ঘুমন্ত মনে হলেও বাস্তবে এখানে কাজের প্রচুর সুযোগ রয়েছে।’ তিনি জানান, মন্ত্রণালয়ে প্রবেশ করে তিনি লক্ষ্য করেছেন যে, সংস্কৃতি নিয়ে নতুন ধারণা গড়ে তোলার একটি বিশাল ক্ষেত্র তৈরি রয়েছে। তার মতে, এখন প্রয়োজন চলচ্চিত্র, থিয়েটার, সংগীত ও অন্যান্য সংস্কৃতিক মাধ্যমকে কাজে লাগিয়ে নতুন ন্যারেটিভ তৈরি করা, যা সারা বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরবে।
ফারুকী উল্লেখ করেন, তিনি এমন একটি বাংলাদেশের ন্যারেটিভ তৈরি করতে চান যেখানে বহু ধর্ম, ভাষা ও জাতিগোষ্ঠী সমৃদ্ধ একটি সংহতির বার্তা রয়েছে। তিনি বলেন, ‘আমাদের সম্পর্কে যে নানান ভ্রান্ত ধারণা বাইরে তৈরি হচ্ছে, সেটি শক্তভাবে মোকাবেলা করাই আমার কাজ।’ ফারুকী বলেন, তার অগ্রাধিকার হলো দেশের ভেতরে ও বাইরে একটি স্বচ্ছ ন্যারেটিভ তুলে ধরা, যা বহুত্ববাদ ও ঐক্যের বার্তা বহন করবে।
দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে অবস্থান
ফারুকী আরও বলেন, গত ১৫ বছরে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলভাবে ব্যবহার করে দেশে দুঃশাসনের প্রচলন করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে গুম-খুন, ব্যাংক লুটসহ নানা অন্যায় কর্মকাণ্ড রয়েছে। ১০ কোটি টাকার দুর্নীতি এখন হাজার কোটি টাকার দুর্নীতিতে রূপ নিয়েছে। এই গল্পগুলো শুধু দেশের মানুষই নয়, দেশের বাইরেও তুলে ধরতে হবে।’
ফারুকী বলেন, দেশের জনগণকে সত্য জানতে হবে, যেন দেশের দুঃশাসনের পুনরাবৃত্তি আর না ঘটে। আমাদের শহিদরা তাদের জীবনের বিনিময়ে যে আদর্শের জন্য লড়েছেন, তা জনগণের সামনে তুলে ধরতে হবে। ইতিহাসের সত্যটা না জানলে জনগণের মধ্যে সচেতনতা তৈরি হবে না।’
এছাড়া ফারুকী সংস্কৃতির মাধ্যমে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে নিজস্ব দৃষ্টিভঙ্গি তুলে ধরে ফারুকী বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে তিনি ইতিবাচক পরিবর্তন আনার দিকে অগ্রসর হচ্ছেন এবং শিগগিরই তার পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়িত হবে।
ডেস্ক রিপোর্ট
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link