অমর একুশে বইমেলা ২০২৫ সোহরাওয়ার্দী উদ্যানেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। আজ ১৩ই নভেম্বর সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
উল্লেখ্য, সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে বইমেলাটি বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজনের কথা বলা হয়েছিল। তবে এ নিয়ে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জানান, বিষয়টি নিয়ে ইতিমধ্যে তিনটি মন্ত্রণালয় আলোচনা করেছে এবং একটি ইতিবাচক সমাধানের দিকে এগোচ্ছে।
এ সম্পর্কে ফারুকী বলেন, ‘আশা করছি, বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই হবে এবং কোন ধরনের জটিলতা ছাড়াই সুন্দরভাবে আয়োজিত হবে।’
ডেস্ক রিপোর্ট
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link