বাংলাদেশে মাদরাসার কারিকুলাম সরাসরি সরকারের নিয়ন্ত্রণে বা তত্ত্বাবধানে নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। বুধবার জাতীয় শিক্ষা একাডেমির এক গবেষণা অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেন তিনি।
ডা. পোদ্দার বলেন, অনেক অভিভাবক তাদের সন্তানদের নিরাপদ মনে করে মাদরাসায় ভর্তি করান। ফলে প্রাইমারি পর্যায় থেকেই অনেক শিক্ষার্থী মাদরাসায় চলে যায়। এই পরিবর্তনের কারণেই প্রাইমারি স্তরে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। অর্থনৈতিক অবস্থাও অনেক শিশুকে প্রাইমারি স্তর শেষ করার আগেই পড়াশোনা থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে।
উপদেষ্টা আরও বলেন, প্রাথমিক স্তরেই শিশুদের মধ্যে শিক্ষা ও জ্ঞানের প্রতি আকর্ষণ তৈরির গুরুত্ব অপরিসীম। এজন্য প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধির ওপর জোর দেওয়া জরুরি বলে তিনি মত প্রকাশ করেন।
এছাড়া ডা. পোদ্দার জানান, শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি ও উপস্থিতি বৃদ্ধি করতে সরকার ১৫০ উপজেলায় স্কুলে মিড ডে মিল চালুর উদ্যোগ নিচ্ছে। পর্যায়ক্রমে এ কর্মসূচি সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে চালু করার পরিকল্পনা রয়েছে, যা শিক্ষার্থীদের শিক্ষা জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
ডেস্ক রিপোর্ট
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link