অস্বাস্থ্যকর দূষিত আবহাওয়ার কারণে আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম হয়েছে ভারতের রাজধানী দিল্লি। গতকাল বুধবার ১৩ই নভেম্বর বৈশ্বিক আবহাওয়া বিষয়ক সুইস সংস্থা ফার্স্ট ইন এয়ারের (আইকিউআইআর) লাইভ র্যাঙ্কিংয়ে দিল্লির এই অবস্থান লক্ষ্য করা গেছে। এছাড়া দূষিত শহরের সেই র্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে পশ্চিমবঙ্গের কোলকাতা এবং নবম স্থানে ভারতের মুম্বাই শহরের অবস্থান দেখা গেছে।
এদিকে দিল্লিতে ভয়ঙ্কর দূষণের কারণে দিল্লির বিমানবন্দরে কিছুক্ষণের জন্য বিমান চলাচলে বিঘ্নতা তৈরি হয়। এছাড়া অতিরিক্ত দূষণের কারণে দিল্লির কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধেরও ঘোষণা দেওয়া হয়।
আন্তর্জাতিক ডেস্ক
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link