নিউজনেস্ট

দাবি মেনে বিক্ষোভরত আহতদের শান্ত করলেন উপদেষ্টারা

দাবি মেনে বিক্ষোভরত আহতদের শান্ত করলেন উপদেষ্টারা
গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীরা রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে আন্দোলন করেন। ছবি: সংগৃহীত

গতকাল বুধবার ১৩ই নভেম্বর দিনভর বিক্ষোভের পর রাতভর রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নেন জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা। এ সময় চিকিৎসার দাবি জানিয়ে তারা ঘোষণা দেন, সরকারের চার উপদেষ্টা তাদের সঙ্গে কথা না বলা পর্যন্ত তারা অবস্থান চালিয়ে যাবেন।

পরে রাত আড়াইটার দিকে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, উপদেষ্টা মাহফুজ আলম এবং প্রধান উপদেষ্টার সহকারী প্রফেসর সায়েদুর রহমান তাদের দেখতে আসেন। উপদেষ্টারা ভুল স্বীকার করে আগামি দিনে তাদের চিকিৎসা ও পুনর্বাসনের রূপরেখা তৈরি করে ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেন। এছাড়া বৃহস্পতিবার সচিবালয়ে আলোচনায় বসার আহ্বান জানান।

আহত ব্যক্তিদের জন্য চিকিৎসার আশ্বাস দিয়ে আহতদের প্রতিনিধি দলের জন্য গাড়ি পাঠানোর প্রতিশ্রুতি দেন। এর ফলে আহতরা শান্ত হয়ে হাসপাতালের ভেতরে ফেরেন।

উল্লেখ্য, গতকাল স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম পঙ্গু হাসপাতাল পরিদর্শনে এসে আহতদের সাথে দেখা না করলে আহতদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। আর তারই সূত্র ধরে পরে বিক্ষোভের সূত্রপাত ঘটে।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত