গণঅভ্যুত্থানের শহিদ ও আহতদের স্মরণে নতুন কর্মসূচি পালনের ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল বুধবার ১৩ই নভেম্বর রাজধানীর বাংলামোটরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।
আন্দোলনের সমন্বয়ক আবদুল কাদের জানান, সভায় ১৫৮জন সমন্বয়ক অংশ নেন, যেখানে মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়। প্রথমত, ২০-২২ সদস্যের একটি নির্বাহী কমিটি গঠন করা হবে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এবং জেলা পর্যায়ের প্রতিনিধিরা থাকবেন। দ্বিতীয়ত, একটি ‘অর্গানাইজিং টিম’ গঠন করা হবে, যা সেলভিত্তিক কাজ করবে। তৃতীয়ত, সংগঠনের গঠনগত কাঠামো সম্প্রসারণ করা হয়েছে।
উল্লেখ্য, নতুন কর্মসূচির অংশ হিসেবে ১৫ই নভেম্বর আসন্ন শুক্রবার গণঅভ্যুত্থানের ১০০তম দিন উপলক্ষে সংগঠনের কেন্দ্রীয় কমিটি আহতদের হাসপাতালে খোঁজ নেবে এবং শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবে। এছাড়া জেলা পর্যায়ে প্রতিনিধিরাও শহিদ পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করবেন।