২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের (এএফসি) তৃতীয় রাউন্ডে আজ ওমানের মুখোমুখি হবে ফিলিস্তিন। বাংলাদেশি সময় রাত ১০টায় সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্স, মাস্কাটে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।
সবশেষ ৬ ম্যাচে জয়ের দেখা না পাওয়া ফিলিস্তিন আজ জয়ের লক্ষ্যেই মাঠে নামবে। ফিফা র্যাংকিংয়ের ১০০ নাম্বারে থাকা এই দলটি সবশেষ জয়ের দেখা পেয়েছিল গত ২৬ মার্চ, বাংলাদেশের বিপক্ষে। ঢাকার কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হওয়া ম্যাচটি তারা জিতেছিল ০-১ গোলে। ৯০+৪ মিনিটে ফিলিস্তিনি সেন্টার-ব্যাক মিশেল টারমানিনির গোলেই মূলত জয়ের দেখা পেয়েছিল তারা।
অপরদিকে স্বাগতিক ওমান বেশ ফুরফুরে মেজাজেই আছে। গত ১০ অক্টোবর ঘরের মাঠে কুয়েতকে ৪-০ গোলে হারিয়েছে তারা। যদিও সবশেষ ম্যাচে তারা জর্ডানের কাছে ৪-০ গোলে হেরেছিল। তবুও ঘরের মাঠে এওয়ে ম্যাচের ফলাফল ফিফা র্যাংকিংয়ে ৮০ নাম্বারে থাকা ওমানের আত্মবিশ্বাসকে মোটেও দমাতে পারবে না।