বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে ছাত্রদের মতামতকে গুরুত্ব দিতে হবে। আজ ১৪ই নভেম্বর বৃহস্পতিবার এক বৈঠক শেষে সাংবাদিকদের জানান, আন্দোলনের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা নিয়োগে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। এ সময় তিনি জানান, বৈঠকে প্রায় ৭০-৮০ জন কেন্দ্রীয় সমন্বয়ক উপস্থিত ছিলেন এবং তারা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে সরকারের কাজের শুধু প্রশংসা নয়, প্রয়োজনীয় গঠনমূলক সমালোচনাও করা হবে।

আন্দোলনের অন্যতম নেতা আবদুল হান্নান উল্লেখ করেন, বর্তমান প্রশাসনের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে ১০ দিনের মধ্যে একটি রূপরেখা উপস্থাপন করা হবে বলে জানান তিনি।

এসময় সমন্বয়ক আরিফ সোহেল বলেন, আন্দোলনের কৌশলগত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং দ্রুতই নির্বাহী কমিটি ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *