নিউজনেস্ট

গাজায় নিয়মিত হামলার শিকার হচ্ছেন সাংবাদিকরা

গাজায় নিয়মিত হামলার শিকার হচ্ছেন সাংবাদিকরা
গাজায় নিয়মিত হামলার শিকার হচ্ছেন সাংবাদিকরা। ছবি: গালফ পোস্ট

গাজায় ইসরায়েলি আগ্রাসন বিশ্ববাসীর কাছে তুলে ধরতে মৃত্যুর ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করে চলেছেন সাহসী সাংবাদিকগণ। ফলে যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে গাজায় সাংবাদিকদের জীবনের ঝুঁকি ততই বেড়ে চলছে। সেই সাথে গাজায় সাহসী সাংবাদিকতাকে দমন করতে ইসরায়েলের চাপও বাড়ছে।

আল জাজিরার সাংবাদিক হুসাম শাবাত জানিয়েছেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে তার মতো আরও পাঁচজন সাংবাদিক ইসরায়েলি সেনাবাহিনীর হুমকির মুখে কাজ চালিয়ে যাচ্ছেন। তাদের কাজে বাধা দেওয়া ও জীবনহানির আশঙ্কা ক্রমেই বাড়ছে।

ইতিমধ্যে জাতিসংঘ জানিয়েছে, গাজার বর্তমান পরিস্থিতি মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য হতে পারে। আর সেই ঘটনার প্রামাণ্য তথ্য সংগ্রহে গাজার সাংবাদিকরা দিনরাত কাজ করে চলেছেন।

সাংবাদিকদের মৃত্যু: বেদনাদায়ক স্মৃতি

উল্লেখ্য, গাজায় সাংবাদিকদের মৃত্যু এখন প্রায় নিয়মিত ঘটনা। আন্তর্জাতিক সম্প্রদায়ের উদাসীনতা এবং যুক্তরাষ্ট্রের নীরবতা এই পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। সম্প্রতি ফটো জার্নালিস্ট ফাদি আল ওয়াহিদি ইসরায়েলের ছোঁড়া গুলিতে শহিদ হন। একই সাথে ইসরায়েলি হামলায় সাংবাদিক শিরিন আবু আকলেহও শহিদ হন। এছাড়া সাংবাদিক আল ওয়াহিদির প্রাণহীন দেহের ছবি প্রতিদিন মনে করিয়ে দেয় সাংবাদিকদের ওপর নির্যাতনের চিত্র।

মিথ্যা অভিযোগ ও ইসরায়েলের নির্মমতা

এদিকে সাংবাদিকদের ওপর অব্যাহত হামলার সাথে সাথে মিথ্যা অভিযোগে নিরপরাধ মানুষকেও হত্যা করছে ইসরায়েল। সম্প্রতি হামাসের সদস্য হওয়ার মিথ্যা দাবী করে গাজার শিশু ইসমাইল আল গৌলকে হত্যা করে ইসরায়েল।   

বাড়ছে আহত সাংবাদিকদের দুর্দশা

অন্যদিকে গাজায় ইসরায়েলের ছোঁড়া গুলিতে আহত সাংবাদিকদের অবস্থা দিনিদিন অবনতির দিকে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি হামলায় আহত হওয়া একজন সাংবাদিক ফাদি আল ওয়াহিদি। গেল ৯ই অক্টোবর আহত হওয়ার পর থেকে তার পক্ষাঘাতের শঙ্কা রয়েছে। বর্তমানে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ওয়াহিদিকে তার সহকর্মী আলি আল আত্তারের মতো জরুরি চিকিৎসার জন্য অন্যত্র সরিয়ে নেওয়া প্রয়োজন। তবে ইসরায়েলের নৃশংসতায় গাজার স্বাস্থ্যব্যবস্থার ভেঙে পড়ায় তাদের চিকিৎসা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

মোটকথা, গাজার সাংবাদিকগণ আজ শুধু পেশাগত ঝুঁকি নিয়েই নয়, তাদের জীবনকেও বাজি রেখে মানবতার পক্ষে দাঁড়িয়েছেন। ফলে সাংবাদিকদের এই অবস্থা বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষায় কাজ করা প্রতিটি সংস্থার জন্য একটি বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত