সম্প্রতি গাজায় ইসরায়েলের পক্ষে লড়তে এসে নিহত হয়েছেন এক ভারতীয় নাগরিক। গত ১২ই নভেম্বর ফিলিস্তিনের স্বাধীনতকামী সংগঠন হামাসের আক্রমণে নিহত হন ইসরায়েলের পক্ষে লড়তে আসা সেই ভারতীয় নাগরিক। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে এমন তথ্যই জানা গিয়েছে। নিহত সেই ভারতীয় নাগরিক উত্তর-পূর্ব ভারতের বেনি মোনাশে সম্প্রদায়ের একজন সদস্য। নাম হচ্ছে গ্যারি জুলাত।
উল্লেখ্য, ইসরায়েলের দাবী অনুযায়ী, ২৭০০ বছর পূর্বে এ্যাসিরিয়ানদের দ্বারা ফিলিস্তিন থেকে ইহুদিদের বিতাড়িত ১০ উপজাতির মধ্যে একটি বেনি মোনাশে সম্প্রদায়।
সূত্র: টিআরটি এ্যারাবিক