নিউজনেস্ট

চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ১০ জন

চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ১০ জন
চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ১০ জন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন গুলিবিদ্ধ এবং ২০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ১৪ই নভেম্বর রাত ১০টার দিকে নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার এবং ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এর আগেও এই দুই গ্রুপের মধ্যে বেশ কয়েকবার সহিংস সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, আহতদের বেশিরভাগই সাধারণ মানুষ এবং তারা রাউজানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে গুলিবিদ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান চলছে।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত