হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেববাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও প্রসাধনী জব্দ করেছে বিজিবি। গতকাল শুক্রবার ১৫ই নভেম্বর রাত ১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি-৫৫ ব্যাটালিয়নের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমদাদুল বারী খান জানান, অভিযানে একটি সন্দেহভাজন কাভার্ডভ্যান আটক করা হয়। তল্লাশির পর ভ্যান থেকে ৭ হাজার ৯৬০ পিস নিভিয়া সফট ক্রিম, ৫ হাজার ৭৩৮ পিস নিভিয়া বডি লোশন, ৯ হাজার পিস সানস্ক্রিন ক্রিমসহ বিভিন্ন প্রসাধনী এবং প্রায় ৩ হাজার মিটার মখমল কাপড়, ৬৫টি বেনারশি শাড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
উদ্ধারকৃত মালামাল হবিগঞ্জ জেলা কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।