নিউজনেস্ট

চট্টগ্রাম থেকে ১৩ উপদেষ্টা, তিন বিভাগের কেউ নেই: সারজিসের ক্ষোভ

চট্টগ্রাম থেকে ১৩ উপদেষ্টা, তিন বিভাগে কেউ নেই: সারজিসের ক্ষোভ
জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। ছবি: সংগৃহীত

রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি প্রশ্ন তুলেছেন, ‘এই তিন বিভাগ থেকে কি এমন একজনও নেই, যিনি মন্ত্রণালয় পরিচালনায় যোগ্য?’

আজ শনিবার ১৬ই নভেম্বর রংপুর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। পাশাপাশি অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

সারজিস আলম বলেন, চট্টগ্রাম থেকে ১৩ জন উপদেষ্টা নিয়োগ পাওয়া বৈষম্যের ইঙ্গিত দেয়। এদিকে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর উপদেষ্টা নিয়োগের সমালোচনা করে তিনি বলেন, ‘ফারুকী তার অবস্থান ধরে রাখতে ক্ষমতার ঘনিষ্ঠ থাকার চেষ্টা করেছেন। আমরা এ ধরনের লোকজনকে উপদেষ্টা হিসেবে দেখতে চাই না।’

অন্যদিকে একই অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ সারজিসের বৈষম্যের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘অঞ্চলভিত্তিক চিন্তা সংকীর্ণতা বাড়ায়। মেধা ও শ্রমের সঠিক ব্যবহার নিশ্চিত করা আমাদের লক্ষ্য।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার এবং ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত