সরকার বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের ক্ষমতা আরও ৬০ দিনের জন্য বৃদ্ধি করেছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় গত শুক্রবার ১৫ই নভেম্বর একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তারা সারা দেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। একই সঙ্গে কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে থাকা সামরিক কর্মকর্তারাও এ ক্ষমতা প্রয়োগ করবেন।
এই ক্ষমতা ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির বিভিন্ন ধারার আওতায় প্রদত্ত বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে, গত ১৭ সেপ্টেম্বর প্রথমবার সেনা কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয় এবং পরে ৩০ সেপ্টেম্বর নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের জন্যও এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।