কুষ্টিয়ার খাজানগরের শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ ওরফে ‘চাল রশিদ’ গ্রেপ্তার হয়েছেন। গতকাল শনিবার ১৬ই নভেম্বর বিকেলে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার একটি গলি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
রাজশাহীর ইনাম ফিড মিলের মালিক আতিকুর রহমানের দায়ের করা ১ কোটি ৩৩ লাখ টাকা আত্মসাতের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাবুর রহমান জানান, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, রশিদের বিরুদ্ধে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দায়ের করা অন্তত ৬৮টি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে ঋণখেলাপির অভিযোগও। তার বিরুদ্ধে ওঠা অভিযোগে বলা হয়, তিনি দীর্ঘদিন ধরে সিন্ডিকেট গড়ে তুলে চালের বাজার নিয়ন্ত্রণ করতেন। আব্দুর রশিদ আত্মগোপনে থাকলেও অবশেষে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।