নিউজনেস্ট

মণিপুরে মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টা, কারফিউ জারি

মণিপুরে মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টা, কারফিউ জারি
মণিপুরে মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টা, কারফিউ জারি। ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। গতকাল শনিবার বিক্ষুব্ধ জনতা রাজ্যের তিন মন্ত্রী ও ছয় বিধায়কের বাড়িতে হামলার পর মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাড়িতে হামলার চেষ্টা চালায়। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ইম্ফলে অনির্দিষ্টকালের জন্য কারফিউ এবং রাজ্যের সাত জেলায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রীর বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। পরে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ব্যবহার করে তাদের প্রতিহত করে।

উল্লেখ্য, মণিপুরে উত্তেজনা দীর্ঘদিন ধরেই চলমান। গত বছর ২০২৩ এর মে মাসে কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সাম্প্রতিক সহিংসতার সূত্রপাত হয় কুকি বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ১০ জন নিহত হওয়ার পর। এরপর ৮ মাসের শিশুসহ ছয়জন নিখোঁজ হলে অপহরণের অভিযোগ ওঠে। তাদের মরদেহ উদ্ধার হওয়ার পরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

রাজ্যের অশান্ত পরিস্থিতি মোকাবেলায় মণিপুর সরকার কেন্দ্রীয় সরকারের কাছে সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন (আফস্পা) প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে। তবে বর্তমানে রাজ্যের পরিস্থিতি অত্যন্ত নাজুক বলে জানা গেছে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত