নিউজনেস্ট

বাগেরহাটে এতিম ও দুস্থদের মাঝে ১৮০ মণ ইলিশ বিতরণ

বাগেরহাটে এতিম ও দুস্থদের মাঝে ১৮০ মণ ইলিশ বিতরণ
ইলিশ মাছ। ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে ১৮০ মণ জাটকা ইলিশসহ ১০ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। আজ রোববার ১৭ই নভেম্বর দুপুরে পানগুছি নদীর ছোলমবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে এ মাছসহ ১২ লাখ মিটার কারেন্ট জাল এবং দুটি ট্রলার জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এবং কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংসের পাশাপাশি জব্দ করা মাছ স্থানীয় ১৫টি এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা।

পাশাপাশি এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত