নিউজনেস্ট

বিচার ছাড়া নির্বাচন নয়: হাসনাত আব্দুল্লাহ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি হাসনাত আব্দুল্লাহর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, ৫ই আগস্টের আগের আন্দোলনে নিহতদের বিচার নিশ্চিত না করে দেশে কোনো নির্বাচন সম্ভব নয়। তিনি বলেছেন, ‘ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে জনগণের অংশগ্রহণে আমরা সুষ্ঠু নির্বাচন এবং একটি ন্যায্য সমাজ গড়ে তুলতে চাই।’

আজ রবিবার ১৭ই নভেম্বর সকালে পটুয়াখালীর দশমিনায় ছাত্র আন্দোলনের শহিদ জিহাদের কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন। এ সময় জিহাদের পরিবারের খোঁজখবরও নেন তিনি। হাসনাত তার শ্বশুরবাড়িতে প্রথমবারের মতো আসার সময় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের সময়ে বিএনপি নেতা-কর্মীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। মিথ্যা মামলা ও জুলুমের মাধ্যমে তাদের দমন করার চেষ্টা চলছে।’

আন্দোলনে আহতদের চিকিৎসার বিষয়ে তিনি জানান, ‘জুলাই শহিদ ফাউন্ডেশনের মাধ্যমে আহতদের চিকিৎসা এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।’

হাসনাতের বক্তব্যে আন্দোলনের বিচারহীনতার ইস্যুটি জোরালোভাবে উঠে আসে, যা গণমানুষের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত