নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঝাউচর এলাকায় মেঘনা গ্রুপের একটি টিস্যু কারখানায় আজ সোমবার ১৮ই নভেম্বর ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ভোর ৫টার দিকে বিদ্যুৎ শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে ঢাকা, নারায়ণগঞ্জ, ডেমরা, সোনারগাঁসহ বিভিন্ন এলাকার ১৪টি ইউনিট কাজ করছে। এ দুর্ঘটনায় কারখানার টিস্যু ও অন্যান্য সরঞ্জামের কয়েকশ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি।
ঢাকা বিভাগের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সালাউদ্দিন জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে দ্রুত কাজ চলছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।