তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার ১৮ই নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে মহাখালীর আমতলী সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করে।
অবরোধের ফলে আশপাশের এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। এদিকে অবরোধ না মেনে একটি রেল ছুটলে বিক্ষোভকারীরা চলন্ত ট্রেন থামানোর চেষ্টা করে। এতে ইট-পাটকেলের আঘাতে ট্রেনের জানালার কাচ ভেঙে যায়।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া সত্ত্বেও শিক্ষা কার্যক্রমের মান উন্নয়ন হয়নি। বরং ভোগান্তি বেড়েছে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে প্রশাসনকে অবগত করা হলেও সাড়া মেলেনি বলে জানান আন্দোলনকারীরা। তিতুমীর কলেজ রূপান্তর সমন্বয়ক মো. জাহাঙ্গীর সানি জানান, বিকাল ৪টা পর্যন্ত আন্দোলন চলবে। এর মধ্যে দাবি মেনে নেওয়া হলে আন্দোলন প্রত্যাহার করা হবে।
উল্লেখ্য, ২০১৭ সালে সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। তবে এই ব্যবস্থায় শিক্ষার্থীদের ভোগান্তি কমেনি বলে দাবি সংশ্লিষ্টদের।
ডেস্ক রিপোর্ট
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link