নিউজনেস্ট

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলন, কারখানায় আগুন

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলন, কারখানায় আগুন
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলনের চিত্র। ছবি: সংগৃহীত

আজ বুধবার ১৮ই নভেম্বর গাজীপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে তৃতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এ সময় পাশের ডরিন ফ্যাশন কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ডরিন ফ্যাশন ও বেক্সিমকোর শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে এলাকাবাসীও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উত্তেজিত শ্রমিকরা কলতাসুতি এলাকার অ্যামাজন নিটওয়্যার কারখানায় আগুন ধরিয়ে দেয়।

গাজীপুর ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে। শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে। তবে এলাকাজুড়ে এখনো উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় এলাকায় বিপুল নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত