বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে অহেতুক আতঙ্ক ছড়ানোর অভিযোগ তুলে বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, দায়িত্ব নেওয়ার সময় দেশ এক অনিশ্চিত পরিস্থিতির মধ্যে ছিল। কিছু ক্ষেত্রে সংখ্যালঘুদের ওপর সহিংসতা হলেও তা নিয়ে প্রচারণা অতিরঞ্জিত ছিল। তিনি দাবি করেন, এসব ঘটনা মূলত রাজনৈতিকভাবে ঘটলেও ধর্মীয় রূপ দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হয়েছিল।
তিনি আরও জানান, সরকারের উদ্যোগে দুর্গাপূজা নির্বিঘ্নে পালিত হয়েছে এবং পূজার সময় একদিন অতিরিক্ত ছুটি ঘোষণা উৎসবের আনন্দ বাড়িয়ে দিয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তায় নেওয়া পদক্ষেপের জন্য তিনি জনগণের সহযোগিতার প্রশংসা করেন।
প্রধান উপদেষ্টা আশ্বাস দেন, ভবিষ্যতেও সহিংসতার ঘটনা প্রতিহত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।
ডেস্ক রিপোর্ট
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link