প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, দেশে নির্বাচন আয়োজনের তারিখ নির্ধারণ হবে ভোটার তালিকা প্রস্তুতি ও সংস্কার কার্যক্রম শেষ হওয়ার পর। আজ সোমবার ১৮ নভেম্বর তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথারিনা উইজারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
বৈঠকে রাষ্ট্রদূত উইজার জানান, অস্ট্রিয়ার কোম্পানিগুলো বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী। এর অংশ হিসেবে তারা বিনিয়োগ এবং একটি কারিগরি স্কুল স্থাপনের প্রস্তাব দিয়েছে। তবে এ ক্ষেত্রে অস্ট্রিয়ান আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ পেতে বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন।
ড. ইউনূস এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। বৈঠকে সন্ত্রাস দমন, আন্তঃসীমান্ত সমস্যা, মানবপাচার, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অভিবাসনসহ বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।
রাষ্ট্রদূত উল্লেখ করেন, বাংলাদেশিরা পশ্চিম ইউরোপের ধনী দেশগুলোর মধ্যে ষষ্ঠ বৃহত্তম অভিবাসী সম্প্রদায়। আইনি অভিবাসন প্রক্রিয়া সহজ করার মাধ্যমে মানবপাচার রোধে আরও উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ড. ইউনূস। উক্ত বৈঠকে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link