নিউজনেস্ট

মার্চ-এপ্রিলেই নির্বাচন প্রয়োজন: অ্যানি

মার্চ-এপ্রিলেই নির্বাচন প্রয়োজন: অ্যানি
মার্চ-এপ্রিলেই নির্বাচন প্রয়োজন: অ্যানি। ছবি: সংগৃহীত

আজ সোমবার ১৮ই নভেম্বর বরিশালের বাকেরগঞ্জে আয়োজিত এক গণসমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, দেশে দ্রুত নির্বাচন প্রয়োজন। তিনি মনে করেন, সংস্কার প্রক্রিয়ায় তিন মাসের বেশি সময় নেওয়া উচিত নয় এবং আগামী মার্চ বা এপ্রিলের মধ্যেই নির্বাচন হওয়া উচিত।

সোমবার বিকেলে বাকেরগঞ্জ উপজেলা কলেজ মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে অ্যানি অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে কোটি কোটি টাকা লুট করেছে। এখন সেই টাকায় দেশবিরোধী ষড়যন্ত্র চালাচ্ছে। তিনি গুম-খুনের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান।

সমাবেশে বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। তারা সরকারের নানা অনিয়ম ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অ্যানি বলেন, জনগণের স্বার্থে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। দেশের রাজনীতিতে কথায় ও কাজে মিল রাখা সব দলের দায়িত্ব। তিনি দলীয় নেতাকর্মীদের ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত