রাশিয়া ও ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে একটি ইরানি এয়ারলাইন, একটি শিপিং গ্রুপ এবং রাশিয়ার একটি জাহাজ। ব্রিটিশ সরকারের ঘোষণার বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়ার বিরুদ্ধে ধারাবাহিক নিষেধাজ্ঞা দিয়ে আসছে পশ্চিমা দেশগুলো। এর প্রধান উদ্দেশ্য রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করা এবং আন্তর্জাতিক বাণিজ্য থেকে বিচ্ছিন্ন করা। নতুন এ নিষেধাজ্ঞা শুধু রাশিয়াতেই সীমাবদ্ধ নয়, বরং মস্কোর মিত্র দেশ ইরান, চীনসহ আরও কিছু রাষ্ট্র এবং প্রতিষ্ঠানও নিয়মিত এ ধরনের পদক্ষেপের শিকার হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাজ্যের এ পদক্ষেপ বৈশ্বিক উত্তেজনা আরও বাড়াবে। নিষেধাজ্ঞার ফলে রাশিয়া ও ইরানের কূটনৈতিক ও অর্থনৈতিক অবস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এতে আন্তর্জাতিক বাণিজ্যে নতুন চ্যালেঞ্জও তৈরি হতে পারে।
এদিকে ইউক্রেনকে সহায়তা করা নিয়ে পশ্চিমা দেশগুলোর মধ্যেও কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে, বিশেষত মার্কিন রাজনীতির সাম্প্রতিক পরিবর্তনের পর এ অনিশ্চয়তা দেখা দেয়।