ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির সম্মেলন নিয়ে উত্তেজনার জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ সোমবার ১৮ই নভেম্বর দুপুরে উপজেলা সদরের মুসা মার্কেট এলাকায় এ সংঘর্ষ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সম্মেলনবিরোধী একটি মিছিল নিয়ে আব্দুল খালেকের সমর্থকরা মুসা মার্কেট এলাকায় পৌঁছালে মেহেদী হাসান পলাশের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
বাঞ্ছারামপুর থানার ওসি মোর্শেদ আলম জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।