সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার ১৮ই নভেম্বর রাত ৯টার দিকে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে তাকে আটক করা হয়। ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম জানান, কামরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে হত্যার অভিযোগও অন্তর্ভুক্ত। তিনি বলেন, তার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, সেগুলো তদন্তাধীন। গ্রেপ্তারের পর তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং মামলার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হবে।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা-১২ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি। অভিযানের সময় ডিবি পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে উপস্থিত ছিল।
সাবেক এই মন্ত্রীর গ্রেপ্তারের খবরে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। তবে তার পরিবার বা দল থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
উল্লেখ্য, অ্যাডভোকেট কামরুল ইসলাম একাধিক মেয়াদে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত খাদ্যমন্ত্রী ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিয়ে আলোচনা চলছে।