নিউজনেস্ট

ইমরান খানের চূড়ান্ত বিক্ষোভের ডাক

ইমরান খানের চূড়ান্ত বিক্ষোভের ডাক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান আগামী ২৪শে নভেম্বর চূড়ান্ত বিক্ষোভের ডাক দিয়েছেন। তাঁর ডাকে সাড়া দিতে দেশব্যাপী এবং প্রবাসে থাকা পাকিস্তানিদের আহ্বান জানানো হয়েছে। এদিন ইসলামাবাদ হবে বিক্ষোভের কেন্দ্রবিন্দু, যেখানে ইমরান খানের সমর্থকরা তাদের দাবী আদায়ের লক্ষ্যে একত্রিত হবেন।

ইমরানের বোন আলিমা খান আদিয়ালা কারাগারে তাঁর সঙ্গে সাক্ষাতের পর গণমাধ্যমে জানান, ইমরান খান গণতন্ত্রের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন। তিনি বলেন, গণমাধ্যম, বিচার বিভাগ এবং জনগণ গণতন্ত্রের তিনটি স্তম্ভ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে জনগণকে দাসে পরিণত করা হচ্ছে।

ইমরান খান তাঁর বার্তায় সব পাকিস্তানিকে, দলমত নির্বিশেষে, রাস্তায় নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, ২৪শে নভেম্বর আপনার সন্তানদের ভবিষ্যতের জন্য বের হয়ে আসুন ।

ইমরান খান শুধু পাকিস্তানের মধ্যেই নয়, প্রবাসী পাকিস্তানিদের প্রতিও বিশেষ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আপনারা যেখানেই থাকুন না কেন, ২৪শে নভেম্বর পাকিস্তানের জন্য রাস্তায় নামুন। বলুন, এই পদ্ধতি আর গ্রহণযোগ্য নয়!

ইমরানের ঘোষণার প্রেক্ষিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই ধারা অনুসারে জনসমাবেশ বা বড় আকারের জমায়েত নিষিদ্ধ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ইমরান খানের এই বিক্ষোভের ডাক দেশের রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়ে তুলতে পারে। আন্তর্জাতিক পর্যায়েও এই আন্দোলন নতুন মাত্রা পাবে বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত