অন্তর্বর্তীকালীন সরকার দেশের গুরুত্বপূর্ণ খাতগুলোতে নীতি ও কাঠামোগত পরিবর্তনের উদ্দেশ্যে নতুন করে পাঁচটি সংস্কার কমিশন গঠন করেছে। গতকাল সোমবার ১৮ই নভেম্বর রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক পাঁচটি প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন কমিশনগুলো হলো:
১. গণমাধ্যম সংস্কার কমিশন
প্রধান: সাংবাদিক কামাল আহমেদ
এই কমিশন গণমাধ্যমের স্বাধীনতা, নীতিমালা এবং আধুনিকীকরণে কাজ করবে।
২. স্থানীয় সরকার সংস্কার কমিশন
প্রধান: স্থানীয় সরকার বিশেষজ্ঞ প্রফেসর তোফায়েল আহমেদ
স্থানীয় প্রশাসনের কার্যক্রমের দক্ষতা ও জবাবদিহিতা বৃদ্ধির জন্য এই কমিশন দায়িত্বপ্রাপ্ত।
৩. স্বাস্থ্যখাত সংস্কার কমিশন
প্রধান: বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি প্রফেসর একে আজাদ খান
স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং খাতের স্বচ্ছতা নিশ্চিত করতে এই কমিশন গঠন করা হয়েছে।
৪. শ্রম সংস্কার কমিশন
প্রধান: বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ
শ্রমিক অধিকার ও শ্রমবাজারের কাঠামো উন্নয়নে এই কমিশন কাজ করবে।
৫. নারী বিষয়ক সংস্কার কমিশন
প্রধান: নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরীন পারভিন হক
নারীর অধিকার ও ক্ষমতায়নের লক্ষ্যে এই কমিশন গঠন করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রতিটি কমিশন সংশ্লিষ্ট খাতের বর্তমান সমস্যাগুলো চিহ্নিত করে সুপারিশমালা প্রস্তুত করবে। সরকার আশা করছে, এসব সংস্কার দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।