নিউজনেস্ট

চলতি সপ্তাহেই নতুন নির্বাচন কমিশন গঠনের প্রস্তুতি

চলতি সপ্তাহেই নতুন নির্বাচন কমিশন গঠনের প্রস্তুতি
নির্বাচন কমিশন বাংলাদেশ। ছবি: সংগৃহীত

চলতি সপ্তাহে গঠন হতে যাচ্ছে নতুন নির্বাচন কমিশন (ইসি)। সার্চ কমিটি ইতোমধ্যেই ১০ জনের সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে, যা আগামী বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হবে। এরপর রাষ্ট্রপতি সেখান থেকে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও কমিশনারদের নিয়োগ দেবেন।

এদিকে আট শতাধিক নামের একটি প্রাথমিক তালিকা থেকে যাচাই-বাছাই করে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রক্রিয়াটি সম্পন্ন করতে সার্চ কমিটি একাধিক বৈঠক করছে। আইন অনুযায়ী, ২১ নভেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় ইতিমধ্যেই সিইসি ও কমিশনারদের বরণ করতে প্রস্তুতি নিচ্ছে। তাদের জন্য দপ্তর ও গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

এবার সিইসিসহ কমিশনের গঠন কেমন হবে তা নিয়ে চলছে আলোচনা। পাঁচ সদস্যের কমিশনের পক্ষে-বিপক্ষে মতভেদ থাকলেও নাম আসছে সুশীল সমাজ, সাবেক সরকারি কর্মকর্তা, বিচারক এবং শিক্ষকদের মধ্য থেকে।

প্রসঙ্গত, রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত ছয় সদস্যের সার্চ কমিটি ২০২২ সালে প্রথম ইসি গঠন করেছিল। এবারও একই আইনি কাঠামোয় প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছে। নতুন নির্বাচন কমিশনের নাম জানতে দেশবাসীকে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত