তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সরকার কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তের প্রেক্ষিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের ‘বারাসাত ব্যারিকেড টু মহাখালী’ কর্মসূচি আপাতত স্থগিত করেছে।
আজ মঙ্গলবার ১৯শে নভেম্বর সন্ধ্যায় আন্দোলনের অন্যতম সংগঠক জাভেদ ইকবাল জানান, সরকারের তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলামের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আগামী সাত কর্মদিবসের মধ্যে সম্ভাব্যতা যাচাই কমিটি গঠন করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
তবে কলেজভিত্তিক অন্যান্য কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এসব কর্মসূচি নিয়ে পরবর্তী ঘোষণা আসবে সংবাদ সম্মেলনের মাধ্যমে।
উল্লেখ্য, ২০১৭ সালে তিতুমীর কলেজসহ সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এরপর থেকেই তিতুমীরকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি উঠেছে। শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আন্দোলন করছেন, যার মধ্যে রয়েছে ঢাবি অধিভুক্তি বাতিল, কমিশন গঠন এবং তিতুমীরকে স্বাধীন বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের রূপরেখা প্রণয়ন।