গাজার সাধারণ মানুষের জন্য একের পর এক বিভীষিকাময় দিন চলছে। গত ২৪ ঘণ্টায় দখলদার ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় তিনটি গণহত্যা চালিয়েছে। এর ফলে অন্তত ২৮ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন।
স্বাস্থ্য সূত্রে জানা গেছে, আজ ভোর থেকে গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ২৮ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। দখলদার বাহিনী উত্তর গাজায় টানা ৪৬ দিন ধরে অবরোধ চালিয়ে আসছে, যার ফলে পরিস্থিতি প্রতিদিন আরও বিপজ্জনক হয়ে উঠছে।
গাজার উত্তরে বেইত লাহিয়ার একটি প্রকল্প এলাকায় বিদ্যুৎ কোম্পানির কাছের একটি বাড়ি লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় ৮ জন শহীদ হন। এ হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
গাজার মধ্যাঞ্চলে আল-বুরেইজ শরণার্থী শিবিরের পূর্বাঞ্চলে আরেকটি বাড়িতে চালানো বিমান হামলায় ৩ জন শহীদ এবং অনেকেই আহত হন। নিহতদের মধ্যে রয়েছে একই পরিবারের সদস্যরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দখলদার বাহিনী তিনটি গণহত্যা চালিয়েছে। এতে ৫০ জন শহীদের মরদেহ হাসপাতালে আনা হয়েছে, পাশাপাশি ১১০ জন আহত ব্যক্তি চিকিৎসাধীন।গত ৭ই অক্টোবর ২০২৩ থেকে এপর্যন্ত দখলদার ইসরাইলের আগ্রাসনে ৪৩,৯৭২জন ফিলিস্তিনি শহীদ হয়েছে এবং আহত হয়েছে ১০৪,০৮০জন ফিলিস্তিনি।
আল-আউদা হাসপাতাল ও শহীদ আল-আকসা হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া, উত্তরে জাবালিয়া ও বেইত লাহিয়ার শরণার্থী শিবিরে ধারাবাহিক হামলার ফলে মৃতদেহ উদ্ধার এবং আহতদের সরিয়ে নেওয়া বাধাগ্রস্ত হচ্ছে।
ইসরায়েলি বাহিনীর ক্ষয়ক্ষতি
অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় তাদের ১১ জন সেনা আহত হয়েছে। সংঘাত শুরু হওয়ার পর থেকে গাজা, লেবানন এবং পশ্চিম তীরে তাদের ৫৩৮১ জন সেনা আহত হয়েছেন।
নিহতের পরিসংখ্যান
ইসরায়েলি বাহিনীর তথ্যে বলা হয়েছে, গত ৭ই অক্টোবর ২০২৩ থেকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট ৭৯৮ জন সেনা নিহত হয়েছে। এর মধ্যে ৩৭৬ জন নিহত হয়েছে গাজায় স্থল অভিযানের সময়।
সূত্র: আল জাজিরা