নিউজনেস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ফ্যাসিবাদের কফিন মিছিল’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ফ্যাসিবাদের কফিন মিছিল’। ছবি সংগৃহীত

ফ্যাসিবাদী শক্তি ও তাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছে ‘ফ্যাসিবাদের কফিন মিছিল’। আজ বুধবার দুপুর ১২টার দিকে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা’র ব্যানারে একটি প্রতীকী কফিন নিয়ে টিএসসি থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে সকাল সাড়ে ১১টায় টিএসসির সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, “যাঁরা এখনো আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরিয়ে আনতে চান, তাঁরা আসলে কী চান, সেটি পরিষ্কার করতে হবে। যদি প্রধান উপদেষ্টা মনে করেন আওয়ামী লীগকে ফিরিয়ে আনা প্রয়োজন, তবে গণভোটের আয়োজন করুন।”

উপদেষ্টা নিয়োগ প্রসঙ্গে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, “উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়া কীভাবে চলছে? কোন মানদণ্ডে তাঁদের নিয়োগ দেওয়া হচ্ছে? এই প্রক্রিয়া জনগণের সামনে স্পষ্ট করতে হবে।”

সমাবেশে আরও বক্তব্য দেন মো. জিয়াউর রহমান ও আহমেদ ইসমাইল। কফিন মিছিলে মূলত ছাত্র অধিকার পরিষদ ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে কিছু সাধারণ মানুষও এই মিছিলে অংশ নেন।

ফ্যাসিবাদী শক্তি এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে আয়োজিত এই মিছিল রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার একটি প্রয়াস বলে আয়োজকরা উল্লেখ করেন।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত