নিউজনেস্ট

কান্দাহারে চার বিদেশি পর্যটকের ইসলাম গ্রহণ

কান্দাহারে চার বিদেশি পর্যটকের ইসলাম গ্রহণ। ছবি : সংগৃহীত

কান্দাহার প্রদেশের পবিত্র খিরকাহ শরিফে ভ্রমণের সময় চার বিদেশি পর্যটক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। প্রদেশের গভর্নরের মিডিয়া অফিস থেকে জানানো হয়, এই পর্যটকরা ইসলামের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে এর সকল বিধান পালনের অঙ্গীকার করেছেন।

পবিত্র খিরকাহ শরিফের দায়িত্বশীলদের মতে, এই পর্যটকরা দাওয়াতকারীদের তত্ত্বাবধানে কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করেন। তাদের মধ্যে দু’জন থাইল্যান্ডের নাগরিক, যারা আগে বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। থাইল্যান্ড একটি ধর্মনিরপেক্ষ রাজ্য হলেও এই দুই ব্যক্তি ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে নতুন ধর্ম গ্রহণ করেন।

অন্যদিকে, বাকি দু’জন স্লোভাকিয়া ও স্লোভেনিয়ার নাগরিক। তারা পূর্বে খ্রিস্টধর্মের অনুসারী ছিলেন। ইসলাম গ্রহণের পর তারা ধর্মটির আদর্শ ও সৌন্দর্যে মুগ্ধতার কথা প্রকাশ করেন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রদেশে ভ্রমণকালীন এই পর্যটকরা ইসলামের প্রতি ভালোবাসা এবং এই ধর্মের শান্তি ও সুষমতার দিকগুলো নিয়ে আগ্রহ প্রকাশ করেন। দাওয়াতকারীদের প্রচেষ্টায় তাদের ইসলাম গ্রহণ প্রমাণ করে, এই ধর্ম সীমানার বাধা ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে।

এই ঘটনাটি কান্দাহারে ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে আনন্দ এবং গর্বের সঞ্চার করেছে। ইসলামের সৌন্দর্য ও শান্তির বার্তা বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত