নিউজনেস্ট

নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা হবে: ড. ইউনূস

সংখ্যালঘু ইস্যুতে যা বলা হচ্ছে অধিকাংশই প্রোপাগান্ডা, ড. ইউনুস
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের ক্ষমতায় থাকাকালে করা হত্যাকাণ্ড ও ক্ষমতার অপব্যবহারের বিচার শেষে দলটিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, যারা অপরাধ করেছে, তাদের বিচার হওয়া জরুরি। তারপর আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে। আমরা চাই সবাই সমান সুযোগ নিয়ে নির্বাচনে লড়াই করুক।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান ও সেখান থেকে মন্তব্য করার বিষয়টি নিয়ে ড. ইউনূস বলেন, ভারত শুধু তাকে আশ্রয়ই দেয়নি, বরং সেখান থেকে তার কথা বলা আমাদের জন্য জটিলতা তৈরি করছে।

তিনি আরও জানান, শেখ হাসিনার পতনের পর দায়িত্ব গ্রহণের জন্য প্রথমে তিনি রাজি ছিলেন না। তবে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের কথা ভেবে তিনি প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন।

ড. ইউনূস বলেন, বর্তমান সরকারের সময়ে অর্থ পাচার বন্ধ এবং দেশের অর্থনীতি পুনর্গঠনের জন্য ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তা নেওয়া হচ্ছে। তবে নির্বাচনের আগে সংস্কার নিশ্চিত করাই তার মূল লক্ষ্য।

তিনি বলেন, আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে চাই। মানুষ যদি মনে করে জীবনমান উন্নত হচ্ছে না, তবে তারা বিরক্ত হতে পারে। এ কারণেই সংস্কার প্রয়োজন।

বাংলাদেশের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচনের প্রতিশ্রুতি দিয়ে ড. ইউনূস বলেন, আমরা এটিকে বলছি বাংলাদেশ ২.০।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত