নিউজনেস্ট

ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠকের প্রস্তুতি

ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্যের ওপর নির্ভরশীল নয়
ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্যের ওপর নির্ভরশীল নয়। ছবি: সংগৃহীত

আগামী মাসে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। এতে আলোচনায় থাকতে পারে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে জনকূটনীতি বিভাগের মহাপরিচালক তৌফিক হাসান এ তথ্য জানান। তিনি বলেন, ‘শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনার সুযোগ রয়েছে।’ তবে মন্ত্রণালয় এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পায়নি।

বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন এবং ভারতের পক্ষে থাকবেন পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি।

তৌফিক হাসান আরও জানান, দুই দেশের বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা চলছে। তবে প্রক্রিয়াটি সময়সাপেক্ষ।

ভারতীয় ভিসার ক্ষেত্রে বর্তমানে মেডিকেল ও স্টুডেন্ট ভিসা অগ্রাধিকার পাচ্ছে। অন্যদিকে, পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব পর্যালোচনার জন্য বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আগামী ডিসেম্বরের প্রথম দিকে অনুষ্ঠিত হবে।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত